Mobile On রেখেই Incoming Cell বন্ধ যেভাবে রাখবেন
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
যদিও পোস্টটি ছোট হয় তবুও এই পোস্টটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট। তো আমি আশাবাদী যে আপনাদের মোবাইলটি ট্রিক্সটি ভালো লাগবে। ইনশাআল্লাহ
আজ আমি আপনাদের একটি Mobile Tricks দেখাব,
টাইটেল দেখে অবশ্য বুঝে গেছেন,
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Mobile On রেখেই Incoming Cell বন্ধ রাখবেন।
ধরুন আপনি একটা জরুরি মিটিং এ আছেন,
Mobile চালু রাখতে চাচ্ছে,
কারণ Time দেখা লাগতে পারে আবার
প্রয়োজনে Cell করা ও লাগতে পারে।
কিন্তু আপনি চাচ্ছেন কোন
কল তখন না আসুক এরকম একটা ব্যবস্থা করে রাখতে।
এটা খুবই সহজ একটা ব্যাপার।
ইনকামিং কল বন্ধ
রাখতে ডায়াল করুন: *35*0000# , অথবা *21*017# অথবা আপনি যদি একটি নাম্বার বন্ধ করতে চান অথবা তার থেকেও বেশি তাহলে নিচের কোডটার মত করে ডায়াল করুন *২১*পুরো নাম্বার-# ডায়াল করুন।
ইনকামিং কল চালু
করতে ডায়াল করুন: #35*0000#। অথবা ##002# ডায়াল করুন
.
আর উপরের সবকিছুই করতে পারবেন
টাকা খরচ না করে।
আশা করি পুরাটা বুঝতে পেরেছেন,
কোন প্রব্লেম হলে নিচে কমেন্ট করুন,
সমাধান করে দেয়া হবে ইনশাআল্লাহ।
2 মন্তব্যসমূহ
Good post
উত্তরমুছুনভালো লাগলো ধন্যবাদ
উত্তরমুছুন