পাসওয়ার্ড‌ প্যাটার্ন পিন ভুলে গেছেন নিজেই ঠিক করুন ঘরে বসে

 Android ফোনের (পিন) পাসওয়ার্ড. প্যাটার্ন. ভুলে গেলে কিভাবে ঠিক করবেন ? 

 সেই নিয়েই আজকের টিপস ! টিপসটি পড়ার পর. মোবাইলের পার্সওয়ার্ড ভুলে গেলেই . নিজেই সমাধান করতে পারবেন।

নতুন নতুন টিপ ও তথ্যের জন্য আশা রাখি Topbanglatricks.blogspot.com নিয়মিত ভিজিট করবেন।






আজকাল স্মার্টফোনে অনেক ব্যক্তিগত গোপনীয় তথ্য সংরক্ষণ করেন ব্যবহারকারীরা। আর সে সব তথ্য সুরক্ষিত রাখতে কম-বেশি সবাই পাসওয়ার্ড ব্যবহার করেন।

আর ফোনে পাসওয়ার্ড দিলেও সেটি মনে রাখার ঝামেলাও পোহাতে হয়। কিন্তু অনেক ব্যবহারকারী সে ঝামেলা পোহাতে না পেরে অনেক সময় নিজের ফোনে দেওয়া পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে যান তারা। আর ফোনের পার্সওয়ার্ড ভুলে গেলে দৌড় দিতে হয় মোবাইলের দোকানে। মোবাইলের পার্সওয়ার্ড ভুলে গেছি বলতেই কয়েকশত টাকাই নিয়ে নেয় শুধু এ কাজটার জন্য।

আমি রাজু DonBangla.blogspot.com এর সৌজন্যে জানাব পার্সওয়ার্ড ভুলে গেলে কিভাবে প্যাটার্ন বা মোবাইল পার্সওয়ার্ড কিভাবে ঠিক করবেন।


জেনে নিন মোবাইল (পিন) প্যাটার্ন. পাসওয়ার্ড. ভুলে গেলে কিভাবে ঠিক করবেন । কী ভাবে আবার নিজের. ফোনটি চালু করবেন।


পাসওয়ার্ড‌ প্যাটার্ন  পিন ৫ পদক্ষেপ অনুসরণ করুন।

1. প্রথমে আপনার মোবাইল ফোনটি সুইচ (বন্ধ) অফ করুন বা ফোনটি অফ করুন। তবে রিসেট দিলে হবে না।

2. এখন ভলিউম + এবং ভলিউম - বোতাম এবং পাওয়ার বোতাম ও যদি হোম স্ক্রীন বোতাম থাকে তাহলে হোম স্কিন বাটন টিপবেন. সবগুলো একই সঙ্গে টিপুন।

3. তিনটা বোতাম একত্রে চাপলে পাঁচটি অপশন ভেসে উঠবে স্ক্রিনে- রিবুট ডেটা / Reboot Data,বহোয়াইপ ডেটা, ফ্যাক্টরি রিসেট ইনস্টল, আপডেট পাওয়ার ডাউন, অ্যাডভান্স অপশন

4. এবার দ্বিতীয় অপশন অর্থাৎ হোয়াইপ ডেটা অথবা ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করুন করুন এবং অপশন হতে 'Yes' প্রেস করুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন ।

তবে আপনার ফোনটি রিসেট হয়ে যাবে । অথবা ফ্যাক্টরি রিসেট করার আগে এক বার ভেবে দেখুন।

কারণ এক বার এটা করে ফেললে আপনার ফোনের আগের সব ডেটা মুছে যাবে। তাই সব সময় মোবাইলে ডেটা ব্যাক আপ নিয়ে রাখায় উত্তম।

5. কিছুক্ষণ পর আপনার ফোন রিস্টার্ট করতে চাইবে বা নিজে নিজেই অন হয়ে যাবে । ফোনের সকল ডেটা চলে যাওয়ায় ফোনটি নতুন কিনলে যেরকম সেটিং থাকে ঠিক সবসেটিং সেরকমই হয়ে যাবে তাই ফোনটির পার্সওয়ার্ড চলে যাওয়ায় খুব সহজে আনলক করে নতুন প্যাটার্ন সেট করতে পারবেন। তো এখন থেকে ফোনের পার্সওয়ার্ড ভুলে গেলে সমাধান নিজেই করতে পারবেন।


তো এই ছিল আজকের টপ বাংলা ট্রিকস এর পোস্ট ‌।

ভালো লাগলে কি কি সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ। 

মজার মজার টেকনোলজি (প্রযুক্তি) পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ