যে কল দিবে,তার নাম বলবে মোবাইল !-
bangla android mobile tips- Top bangla tricks
যে কল দিবে,তার নাম বলবে মোবাইল!- bangla android mobile tips
যে কল দিবে তার নাম যদি আপনার মোবাইল বলে দেয়,তাহলে কত ভাল হয় তাইনা?
আপনি যদি ঘুমানো অবস্থায় থাকেন,তখন যদি কল আসে তাহলে আপনাকে চোখ খুলে দেখতে হবে যে, কে আপনাকে কল করল।
কিন্তু আপনার মোবাইল যদি, কলারের নাম বলে দেয় তাহলে কত ভালো হয় তাইনা?
আবার আপনি যদি গৃহিণী হয়ে থাকেন,তাহলে অব্যশই ফ্লোর ক্লিন করেন।
আপনি ফ্লোর ক্লিন করতাছেন,এবং আপনি মোবাইল থেকে সামান্য দূরে আছেন।
এখন আপনাকে যদি কেও কল দেয়, তাহলে আপনার মোবাইল এর কাছে আস্তে হবে।
কিন্তু আপনার মোবাইল যদি, কলার এর নাম বলে দেয় তাহলে কত ভালো হবে তাইনা?
এভাবে দেখা যায়, আমরা অনেক কাজ ই করি।
সেই কাজের সময় যদি, যে কল দিবে তার নাম মোবাইল বলে দেয় তাহলে আমাদের খুব ই ভালো হয়।
আর আপনি যদি ড্রাইভার হন,তাহলে তো কথাই নাই।
গাড়ি ড্রাইভ করার সময় কত কিছু খেয়াল রাখতে হয়,তখন যদি আপনার মোবাইল কলারের নাম বলে দেয়, তাহলে কত ভালো হয় তাইনা?
সো সেই চিন্তা করে, আজ আমি আপনাদের দেখাব কি করলে কলার এর নাম আপনার মোবাইল বলে দিবে?
এইটার জন্য বেশি কিছু করতে হবে না আপনাকে ।
Play Store এ caller name talker দিয়া সার্চ দিলে অনেক অ্যাপ পাবেন।
সেখানে অনেক অ্যাপ আছে, আবার কিছু ফ্যাক অ্যাপ ও আছে।
এখন আপনি যদি রিয়েল আর ফ্যাক অ্যাপ চিনতে পারেন,তাহলে ওই খান থেকে ডাউনলোড দিয়ে ইন্সটল করে নিন।
আর যদি না পারেন, তাহলে তাকান এই দিকে, দেখুন কি বলছে পোস্ট !
অনেক রিয়েল অ্যাপ আছে, তারমানে এই নয় যে আমি সব গুলা অ্যাপ নিয়ে কথা বলব।
আমি যেই অ্যাপ টা ব্যাবহার করি, সেই অ্যাপ এর কথাই আমি আপনাকে বলব।
যেহেতু আপনি রিয়েল আর ফ্যাক অ্যাপ চিনেন না, সেহেতু আপনি নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
এই অ্যাপ ইন্সটল করার পর ওপেন করবেন।
ওপেন করার পর এই রকম আসবে, ( নিচের ছবি টা দেখুন)
এর পর আপনি যেহেতু কলার নেম শুন্তে চান,সেহেতু call setting এ যাবেন, call setting এ গেলে এই রকম দেখতে পারবেন, ( নিচের ছবি টা দেখুন)
তারপর আপনার মন মত করে নিন,আপনার যে রকম ভালো লাগে।
ইন্টারফেস খুব ইজি,যে কেও দেখলেই বুঝে যাবে।
আশা করি আপ্নিও বুঝবেন,ট্রাই করুন।
এর পর আপনি চাইলে সাউন্ড নিজের ইচ্ছা মত দিতে পারেন।
এর জন্য volume setting এ ক্লিক করুন
Volume setting এ ক্লিক করলে এই রকম আসবে, ( নিচের ছবি দেখুন)
তারপর আপনি আপনার নিজের ইচ্ছা মত করে নিতে পারবেন।
Note: যে কল দিবে, তার নাম মোবাইল তখনি বলবে, যখন ওই নাম্বার তার নাম দিয়ে সেভ করা থাকবে।
যদি নাম্বার তার নাম দিয়ে সেভ করা না থাকে তাহলে নাম বলবে না।
যদিওবা কথা ছিল, "যে কল দিবে তার নাম বলবে মোবাইল" এই ট্রিকস বলব।
কিন্তু এই অ্যাপ দিয়েই যেহেতু আরেকটা কাজ করা যায়, সেহেতু এই টা না বললেই নয়।
আপনি যদি বুঝে ফেলেন, তাহলে আপনাকে অভিনন্দন, আর যদি না বুঝেন তাহলে তাকান এই দিকে,দেখুন কি বলছে পোস্ট!
হ্যা, এই অ্যাপ দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারবেন।
যদি আপনাকে কেই মেসেজ দেয় তাহলে যে মেসেজ দিবে,তার নাম বলবে মোবাইল।
এর জন্য আপনাকে SMS Setting এ ক্লিক করতে হবে,
SMS Setting এ ক্লিক করলে এই রকম আসবে, ( নিচের ছবি দেখুন)
এর পর আপনি নিজের ইচ্ছা মত সব কিছু করে নিবেন।
Note: যে মেসেজ দিবে, তার নাম মোবাইল তখনি বলবে, যখন ওই নাম্বার তার নাম দিয়ে সেভ করা থাকবে।
যদি নাম্বার তার নাম দিয়ে সেভ করা না থাকে তাহলে নাম বলবে না।
কোন কিছু না বুঝলে কমেন্ট করুন ।
আরো পড়ুন. ( Play Store) প্লে স্টোর কাজ না করলে কি করব ?
আরো পড়ুন.স্মার্টফোনের ডিলিট হয়ে যাওয়া ফটো ও ভিডিও ও ফাইল রিকভারি করুন এক ক্লিকে
1 মন্তব্যসমূহ
Naic
উত্তরমুছুন